আমাদের সম্পর্কে
পুস্প ইসলামিক স্মার্ট সিটি (PISC)
ইসলামি মূল্যবোধের ভিত্তিতে গড়ে ওঠা আধুনিক, টেকসই ও আরামদায়ক আবাসন প্রকল্প। আমাদের এই কন্ডোমিনিয়াম রেসিডেন্সিয়াল প্রজেক্ট হলো একটি পরিকল্পিত আবাসিক উন্নয়ন প্রকল্প, যেখানে একটি বৃহৎ ভবনবা একাধিক ভবনের মধ্যে আলাদা আলাদা ফ্ল্যাট/অ্যাপার্টমেন্ট স্বাধীনভাবে মালিকানার ভিত্তিতে ক্রয়-বিক্রয়যোগ্য হয়। কমন এরিয়া ও সুবিধাগুলো (লিফট, বাগান, জিম, নিরাপত্তা ব্যবস্থা ইত্যাদি) যৌথভাবে মালিকানাভুক্ত। সব মালিক মিলে একটি সমিতি গঠন করেন, যারা রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা পরিচালনা করে।